Daily Sirajganj Protidin

খেলা

খেলা

‘বাংলাদেশের ক্রিকেটাররা বেশি চাপে থাকে’

দেশের ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার পেছনে অন্যতম কারণ চাপ। দল থেকে বাদ পড়ে যাওয়ার মানসিক চাপের কারণেই খেলাটা ইনজয় করা হয় না। যে কারণে প্রত্যাশিত পারফরম্যান্স থেকেও বঞ্চিত হয় দেশ। এ ব্যাপারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলা উপভোগ করে, ব্যর্থ হলেও অপশন থাকে, অন্য যেকোনো জব করতে পারবে। জব না করলেও সরকার বেকার ভাতা দিবে। আমাদের ক্রিকেটারদের এই অবস্থা না, তাই বাড়তি চাপ চলেই আসে।’ দেশের অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘টিমে থাকা, দলের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো। সব ক্রিকেটের ওপরেই। বাইরে গিয়ে তো চাকরি করতে পারবে না। ক্রিকেটই তাদের সব। চাপ স্বাভাবিকভাবেই চলে আসে। এটা থেকে বের করার চেষ্টা করছি।’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বের হতেই হবে। চেষ্টা করছি ছেলেরা যেন মজা করে খেলে। ছোটখাটো ব্যাপারে অনেক চাপ চলে আসে, একটা লেখাতেই চাপ চলে আসে। এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। খেলে যেন মজা পায়, উপভোগ করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ বাংলাদেশ ক্রিকেট

খেলা

২৭ রানে অলআউট হয়ে নড়েচড়ে বসল উইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪.৩ ওভারে ২৭ রানেই অলআউট হয় ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলের এমন ব্যাটিং বিপর্যয় মেনে নিতে পারছেন না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো। বিপর্যয়ের ধাক্কা সামলাতে সাবেক ক্রিকেটারদের সাহায্য চেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অলআউট হয়েছে রোস্টন চেজের দল। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের সাত জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রান করেছেন মাত্র একজন। দলের এমন বিপর্যয়ের পর নড়েচড়ে বসল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ডাকা হল জরুরি বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল ও ডেসমন্ড হেইনসের মতো সাবেক তারকাকে।  ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো জানিয়েছেন, ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির বৈঠকে থাকবেন সাবেক তারকারা। দলের এই শোচনীয় ব্যর্থতার পর্যালোচনা করবেন তারা। দেবেন প্রয়োজনীয় পরামর্শও। তাদের পরামর্শ শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  কিশোর স্পষ্ট জানিয়েছেন, ‘এই সাবেকরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গর্ব। দুর্দান্ত দল তৈরি করেছিলেন তারা। তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই আমরা। সাবেকদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ মতো পরিকল্পনা তৈরি করা হবে।’ তিনি বলেন, ‘দেশের ক্রিকেটপ্রেমীদের মতো আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এই হার শুধু কষ্টের নয়। যন্ত্রণার। আগামী বেশ কয়েকটা রাত আমরা হয়তো ঘুমাতে পারব না। ক্রিকেটারেরাও নিদ্রাহীন রাত কাটাবে। কারণ এই পরাজয় বা বিপর্যয়ের দায় সবচেয়ে বেশি ওদেরই।’ তিনি আরও বলেছেন, ‘সব কিছু শেষ, এ রকম কিছু ভাবতে চাই না। এখন নতুন করে দল তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে পরিকল্পনা করতে হবে। বিনিয়োগ করতে হবে। ক্যারিবিয়ান ক্রিকেটের পুরনো উন্মাদনা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’ উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, ‘এটা বিভেদের সময় নয়। ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, কোচ, কর্তা, ক্রিকেটপ্রেমী— সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। আমাদের অনেক কিছু করার আছে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করতে হবে।’

খেলা

প্রেমাদাসায় আজ কী ফিরবে মিরপুর?

আজ যারা জিতবে ট্রফি তাদের। ছবি: সংগৃহীত এবারের শ্রীলংকা সফরে দুবার সাদা বলের সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই দ্বিতীয় ম্যাচ জেতে সফরকারীরা। সিরিজ হয় ১-১। ওয়ানডে সিরিজ অবশ্য মেহেদী হাসান মিরাজরা হেরেছেন ১-২ এ। টি-টোয়েন্টি সিরিজে তার পুনরাবৃত্তি হতে দিতে চান না লিটন দাসরা। বুধবার কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লংকানদের হারিয়ে সিরিজ জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮৩ রানে জিতে সিরিজ ১-১ করেছে। এই সংস্করণে এ বছর আট ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। অধিনায়ক লিটন দাস ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। ১৩ ইনিংস পর এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। সেই আত্মবিশ্বাস নিয়ে ডাম্বুলা থেকে আবার কলম্বোয় ফিরেছে বাংলাদেশ দল। বলা হচ্ছে, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটের আচরণ অনেকটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো। প্রথমে ব্যাট করা দলের জন্য সহায়ক। সুতরাং, টসজয়ী দল প্রথমে বোলিং করতে দুবার ভাববে না, এতে কোনো সন্দেহ নেই। মিরপুরের মতো প্রেমাদাসার উইকেট যদি আচরণ করে, সেটি বাংলাদেশের জন্যই ভালো। সেক্ষেত্রে শ্রীলংকায় প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রেমাদাসায় শেষ দশটি দিবা-রাত্রির টি-টোয়েন্টির মধ্যে ৯টি ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করা দল। এই দশ ম্যাচে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১২৫। এই সিরিজের প্রথম দুই ভেন্যু পাল্লেকেলে ও ডাম্বুলার তুলনায় কম। এদিকে সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ক্রিকেট  লিটন দাস

খেলা

জাতীয় ব্যাডমিন্টনে কাতার প্রবাসী শাটলার

ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র প্রবাসী আয়মান ইবনে জামানই শুধু নন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে কাতার থেকে এসেছেন বগুড়ার ছেলে মোস্তাফিজুর রহমান। আগেও খেলেছেন। এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন। তার কথা, ‘আগে ভ্যাপসা গরমে খেলতাম। এবার খেলা হবে নিশ্চিন্তে। কাতার থেকে এসেছি শুধু জাতীয় টুর্নামেন্টে খেলার জন্য।’ ২০২১ সালে আল আমিন জুমারকে নিয়ে ডাবলসে চ্যাম্পিয়ন হন মোস্তাফিজ। বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পেয়েছেন। ১০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে তার চোখ শিরোপায়। প্রতিদ্বন্দ্বী অনেকেই। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আবদুস সোয়াদ ও চট্টগ্রামের গালিব উল্লাহ। কাতার প্রবাসী এই শাটলার বলছেন, ‘আপনি যখন ফাইনাল খেলতে চাইবেন, তখন ধাপে ধাপে এগোতে হবে। যত উপরে উঠবেন তত শক্ত প্রতি

খেলা

স্টোকসদের বড় দুঃসংবাদ দিল আইসিসি

স্লো ওভার রেটের কারণে পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত লর্ডসে হারতে বসেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ভারত পারেনি। শুবমান গিলদের ব্যর্থতায় জয়োল্লাসে মেতেছিল বেন স্টোকসের দল। সেই খুশি অবশ্য মিলিয়ে যেতে বসেছে আজ। ওই টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংলিশদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। তাতে টেবিলেও হয়েছে অবনতি। এতটুকুই নয়। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুনতে হবে স্বাগতিকদের। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার না করায় এই শাস্তির মুখে পড়েছে স্টোকস ব্রিগেড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল জানিয়েছে এই সিদ্ধান্ত। শাস্তি এবং জরিমানা মেনে নিয়েছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানিরও প্রয়োজন হয়নি। তবে ২ পয়েন্ট খোয়ানোয় আরেকটি বড় ক্ষতি হয়ে গেছে ইংলিশদের। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের স্থান হারিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে স্টোকসদের পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে পয়েন্ট টেবিলেও এক ধাপ নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান তিন নম্বরে। শ্রীলঙ্কা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগামী ২৩ জুলাই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। ভারতের কাছে এই টেস্ট বিশেষ কিছু। শুবমানরা ম্যানচেস্টারে হারলে সিরিজ খোয়াতে হবে। স্টোকসদের কাছেও তেমন। এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। ভারত ক্রিকেট আইসিসি

খেলা

নতুন কোচ পেল হামজাদের লেস্টার

ছবি: সংগৃহীত মোটাদাগে ব্যর্থ হয়েছিলেন রুড ফন নিস্টেলরয়। লেস্টার সিটিও তাকে ধরে রাখেনি। চাকরিচ্যুত হয়েছিলেন ডাচ কিংবদন্তি। চ্যাম্পিয়নশশিপে নামা লেস্টার অবশ্য নতুন কোচ পেয়েছে। নিস্টেলরয়কে বরখাস্তের তিন সপ্তাহের মাঝে মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে সিটি। মঙ্গলবার স্প্যানিয়ার্ডকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার। হামজা চৌধুরীদের কোচ হিসেবে মার্তি থাকবেন ৩ বছর। তার সহকারী হিসেবে থাকবেন জাভি কালম। গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন শঙ্কা থেকে রক্ষা করেন। শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে আনেন ১৮তম স্থানে। এরপরই নজরে আসেন লেস্টারের। ইংল্যান্ডে কাজ শুরুর আগে সুইডেনের ক্লাব হামারবির কোচ ছিলেন মার্তি। তার অধীনে দলটি পৌঁছায় সুইডিশ কাপের ফাইনালে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায়। এছাড়া তিনি নরওয়ের সানডেফিওর্ডেও কোচিং করিয়েছেন সফলভাবে। আগস্টের ১০ তারিখে চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার ডাগআউটে দাড়াবেন মার্তি। লেস্টার সেদিন লড়বে শেফিল্ড উয়েডনেসডের বিপক্ষে। এরআগে অবশ্য হামজাদের পরখ করে নিতে পারবেন। জুলাইতে দুটি ও আগস্টের শুরুর দিকে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লেস্টার। হামজা চৌধুরী

Uncategorized, খেলা, সর্বশেষ

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে একাদশ

আজ যারা জিতবে তাদের হাতেই উঠবে এই ট্রফি। ছবি: সংগৃহীত পাল্লেকেলের দুঃখ ডাম্বুলায় ঘুচিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টির সিরিজ সমতায় এসেছে। লিটন দাসদের সামনে এবার সিরিজ নিশ্চিতের সম্ভাবনা। আজ কলম্বোতে শ্রীলংকাকে হারাতে পারলে ইতিহাস গড়া হবে টাইগারদের। একই সঙ্গে ভাঙা যাবে সিরিজ হারের বৃত্ত। হারলেই আবর আমিরাত, পাকিস্তানের পর আরেকটি সিরিজ হার জুটবে লিটন দাসের কাঁধে। সেটি নিশ্চিতভাবেই তিনি হতে দিতে চান না। অঘোষিত ফাইনালে তাই সেরা একাদশ নিয়েই নামবেন। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন ‍উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না বাংলাদেশ। তবে মঙ্গলবার অনুশীলনে অসুস্থতার জন্য আসেননি ফর্মে থাকা শামীম পাটোয়ারী। আজ যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তবে এই একটি জায়গায় আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে মোহাম্মদ নাঈম শেখের খেলার সম্ভাবনা বাড়বে। গতকাল শেষ ম্যাচে দল নিয়ে কোচ সালাউদ্দিন বলেছেন, ‘কোনো দলই চাইবে না তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে। শেষ ম্যাচে কী করেছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কালকে (আজ) যেন আমরা তাদেরকে হারাতে পারি, সেই স্ট্র্যাটেজি নিয়ে যেতে হবে এবং সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যে অস্ত্রগুলো নেয়া দরকার সেগুলো নিয়ে যাবো।’ প্রথম ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিংয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে তাই কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছিল। আজ অবশ্য অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে টাইগাররা। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লঙ্কানদের বিপক্ষে সিরিজ ফয়সালার লড়াই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ বিসিবি বাংলাদেশ ক্রিকেট লিটন দাস

Scroll to Top