Daily Sirajganj Protidin

Uncategorized

Uncategorized, রাজনীতি

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-আগুন

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন। ছবি: যুগান্তর মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকালের দিকে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।  আহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও  মিনহাজ।  আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়। পরে গোপালগঞ্জ টহল পুলিশের একটি টিমকে লক্ষ্য করে তারা হামলা চালায়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।  খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানিনা। তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাত্রলীগ গোপালগঞ্জ

Uncategorized, খেলা, সর্বশেষ

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে একাদশ

আজ যারা জিতবে তাদের হাতেই উঠবে এই ট্রফি। ছবি: সংগৃহীত পাল্লেকেলের দুঃখ ডাম্বুলায় ঘুচিয়ে দিয়েছে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টির সিরিজ সমতায় এসেছে। লিটন দাসদের সামনে এবার সিরিজ নিশ্চিতের সম্ভাবনা। আজ কলম্বোতে শ্রীলংকাকে হারাতে পারলে ইতিহাস গড়া হবে টাইগারদের। একই সঙ্গে ভাঙা যাবে সিরিজ হারের বৃত্ত। হারলেই আবর আমিরাত, পাকিস্তানের পর আরেকটি সিরিজ হার জুটবে লিটন দাসের কাঁধে। সেটি নিশ্চিতভাবেই তিনি হতে দিতে চান না। অঘোষিত ফাইনালে তাই সেরা একাদশ নিয়েই নামবেন। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন ‍উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না বাংলাদেশ। তবে মঙ্গলবার অনুশীলনে অসুস্থতার জন্য আসেননি ফর্মে থাকা শামীম পাটোয়ারী। আজ যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তবে এই একটি জায়গায় আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে মোহাম্মদ নাঈম শেখের খেলার সম্ভাবনা বাড়বে। গতকাল শেষ ম্যাচে দল নিয়ে কোচ সালাউদ্দিন বলেছেন, ‘কোনো দলই চাইবে না তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে। শেষ ম্যাচে কী করেছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কালকে (আজ) যেন আমরা তাদেরকে হারাতে পারি, সেই স্ট্র্যাটেজি নিয়ে যেতে হবে এবং সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যে অস্ত্রগুলো নেয়া দরকার সেগুলো নিয়ে যাবো।’ প্রথম ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিংয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে তাই কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছিল। আজ অবশ্য অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে টাইগাররা। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লঙ্কানদের বিপক্ষে সিরিজ ফয়সালার লড়াই। বাংলাদেশের সম্ভাব্য একাদশ বিসিবি বাংলাদেশ ক্রিকেট লিটন দাস

Uncategorized, সর্বশেষ

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ

সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিআরটিএ চেয়ারম্যান বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এটি একার পক্ষে সম্ভব নয়—সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় আবু সাঈদের জীবনদানে দেশের মানুষ আজীবন তাকে মনে রাখবে বলেও জানান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। উল্লেখ্য, আজ ১৬ জুলাই, ‌‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারা দেশে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের নিজস্ব পদ্ধতিতে প্রার্থনা করা হবে।  অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই বিকালের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে। শিক্ষার্থীদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে নেতৃত্বে ছিলেন আবু সাঈদ। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাঈদ দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার উলটোদিকে মাত্র ১৫ মিটার দূর থেকে অন্তত দুই পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার ওপর গুলি চালান।

Scroll to Top