Daily Sirajganj Protidin

২৭ রানে অলআউট হয়ে নড়েচড়ে বসল উইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪.৩ ওভারে ২৭ রানেই অলআউট হয় ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলের এমন ব্যাটিং বিপর্যয় মেনে নিতে পারছেন না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো। বিপর্যয়ের ধাক্কা সামলাতে সাবেক ক্রিকেটারদের সাহায্য চেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অলআউট হয়েছে রোস্টন চেজের দল। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের সাত জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রান করেছেন মাত্র একজন।

দলের এমন বিপর্যয়ের পর নড়েচড়ে বসল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ডাকা হল জরুরি বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল ও ডেসমন্ড হেইনসের মতো সাবেক তারকাকে। 

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো জানিয়েছেন, ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির বৈঠকে থাকবেন সাবেক তারকারা। দলের এই শোচনীয় ব্যর্থতার পর্যালোচনা করবেন তারা। দেবেন প্রয়োজনীয় পরামর্শও। তাদের পরামর্শ শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

কিশোর স্পষ্ট জানিয়েছেন, ‘এই সাবেকরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গর্ব। দুর্দান্ত দল তৈরি করেছিলেন তারা। তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই আমরা। সাবেকদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ মতো পরিকল্পনা তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘দেশের ক্রিকেটপ্রেমীদের মতো আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এই হার শুধু কষ্টের নয়। যন্ত্রণার। আগামী বেশ কয়েকটা রাত আমরা হয়তো ঘুমাতে পারব না। ক্রিকেটারেরাও নিদ্রাহীন রাত কাটাবে। কারণ এই পরাজয় বা বিপর্যয়ের দায় সবচেয়ে বেশি ওদেরই।’

তিনি আরও বলেছেন, ‘সব কিছু শেষ, এ রকম কিছু ভাবতে চাই না। এখন নতুন করে দল তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে পরিকল্পনা করতে হবে। বিনিয়োগ করতে হবে। ক্যারিবিয়ান ক্রিকেটের পুরনো উন্মাদনা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, ‘এটা বিভেদের সময় নয়। ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, কোচ, কর্তা, ক্রিকেটপ্রেমী— সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। আমাদের অনেক কিছু করার আছে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top