Daily Sirajganj Protidin

‘বাংলাদেশের ক্রিকেটাররা বেশি চাপে থাকে’

দেশের ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার পেছনে অন্যতম কারণ চাপ। দল থেকে বাদ পড়ে যাওয়ার মানসিক চাপের কারণেই খেলাটা ইনজয় করা হয় না। যে কারণে প্রত্যাশিত পারফরম্যান্স থেকেও বঞ্চিত হয় দেশ।

এ ব্যাপারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলা উপভোগ করে, ব্যর্থ হলেও অপশন থাকে, অন্য যেকোনো জব করতে পারবে। জব না করলেও সরকার বেকার ভাতা দিবে। আমাদের ক্রিকেটারদের এই অবস্থা না, তাই বাড়তি চাপ চলেই আসে।’

দেশের অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘টিমে থাকা, দলের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো। সব ক্রিকেটের ওপরেই। বাইরে গিয়ে তো চাকরি করতে পারবে না। ক্রিকেটই তাদের সব। চাপ স্বাভাবিকভাবেই চলে আসে। এটা থেকে বের করার চেষ্টা করছি।’

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বের হতেই হবে। চেষ্টা করছি ছেলেরা যেন মজা করে খেলে। ছোটখাটো ব্যাপারে অনেক চাপ চলে আসে, একটা লেখাতেই চাপ চলে আসে। এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। খেলে যেন মজা পায়, উপভোগ করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

বাংলাদেশ ক্রিকেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top