Daily Sirajganj Protidin

প্রেমাদাসায় আজ কী ফিরবে মিরপুর?

আজ যারা জিতবে ট্রফি তাদের। ছবি: সংগৃহীত

এবারের শ্রীলংকা সফরে দুবার সাদা বলের সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই দ্বিতীয় ম্যাচ জেতে সফরকারীরা। সিরিজ হয় ১-১। ওয়ানডে সিরিজ অবশ্য মেহেদী হাসান মিরাজরা হেরেছেন ১-২ এ। টি-টোয়েন্টি সিরিজে তার পুনরাবৃত্তি হতে দিতে চান না লিটন দাসরা।

বুধবার কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লংকানদের হারিয়ে সিরিজ জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮৩ রানে জিতে সিরিজ ১-১ করেছে। এই সংস্করণে এ বছর আট ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়।

অধিনায়ক লিটন দাস ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। ১৩ ইনিংস পর এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে।

সেই আত্মবিশ্বাস নিয়ে ডাম্বুলা থেকে আবার কলম্বোয় ফিরেছে বাংলাদেশ দল। বলা হচ্ছে, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটের আচরণ অনেকটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো। প্রথমে ব্যাট করা দলের জন্য সহায়ক।

সুতরাং, টসজয়ী দল প্রথমে বোলিং করতে দুবার ভাববে না, এতে কোনো সন্দেহ নেই। মিরপুরের মতো প্রেমাদাসার উইকেট যদি আচরণ করে, সেটি বাংলাদেশের জন্যই ভালো। সেক্ষেত্রে শ্রীলংকায় প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

প্রেমাদাসায় শেষ দশটি দিবা-রাত্রির টি-টোয়েন্টির মধ্যে ৯টি ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করা দল। এই দশ ম্যাচে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১২৫। এই সিরিজের প্রথম দুই ভেন্যু পাল্লেকেলে ও ডাম্বুলার তুলনায় কম। এদিকে সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট  লিটন দাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top