Daily Sirajganj Protidin

নতুন কোচ পেল হামজাদের লেস্টার

ছবি: সংগৃহীত

মোটাদাগে ব্যর্থ হয়েছিলেন রুড ফন নিস্টেলরয়। লেস্টার সিটিও তাকে ধরে রাখেনি। চাকরিচ্যুত হয়েছিলেন ডাচ কিংবদন্তি। চ্যাম্পিয়নশশিপে নামা লেস্টার অবশ্য নতুন কোচ পেয়েছে। নিস্টেলরয়কে বরখাস্তের তিন সপ্তাহের মাঝে মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে সিটি।

মঙ্গলবার স্প্যানিয়ার্ডকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার। হামজা চৌধুরীদের কোচ হিসেবে মার্তি থাকবেন ৩ বছর। তার সহকারী হিসেবে থাকবেন জাভি কালম।

গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন শঙ্কা থেকে রক্ষা করেন। শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে আনেন ১৮তম স্থানে। এরপরই নজরে আসেন লেস্টারের।

ইংল্যান্ডে কাজ শুরুর আগে সুইডেনের ক্লাব হামারবির কোচ ছিলেন মার্তি। তার অধীনে দলটি পৌঁছায় সুইডিশ কাপের ফাইনালে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায়। এছাড়া তিনি নরওয়ের সানডেফিওর্ডেও কোচিং করিয়েছেন সফলভাবে।

আগস্টের ১০ তারিখে চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার ডাগআউটে দাড়াবেন মার্তি। লেস্টার সেদিন লড়বে শেফিল্ড উয়েডনেসডের বিপক্ষে। এরআগে অবশ্য হামজাদের পরখ করে নিতে পারবেন। জুলাইতে দুটি ও আগস্টের শুরুর দিকে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লেস্টার।

হামজা চৌধুরী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top